জকিগঞ্জে করোনার টিকাদান কার্যক্রমের উদ্বোধন, পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কভিড-১৯ টিকাদান কার্যক্রম রবিবার উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী টিকা গ্রহণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বেধন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সহকারী কমিশনার (ভূমি) পল্লব হোম দাস, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, ডা. খালেদ আহমদ, ডা. সুররাজ চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস শহীদ তাপাদার প্রমূখ।

এ সময় সহকারী কমিশনার ভূমি বিপ্লব হোম দাস, প্রকল্প কর্মকর্তা আতাউর রহমান, ডা. সুররাজ চৌধুরী, ডা. রিফাত মোঃ হোসাইন, এসআই পরিতোষ পাল, সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, স্বাস্থ্য পরিদর্শক সঞ্জয় চন্দ্র নাথ, স্বাস্থ্য পরিদর্শক রাশবিহারী বিশ্বাস, সহ স্বাস্থ্য পরিদর্শক নুরুল হক, প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন, আব্দুস শহীদ তাপাদার, আওয়ামীলীগ নেতা আব্দুল গণি, বাবর হোসাইন চৌধুরীসহ মাঠ পর্যায়ের সম্মূখযোদ্ধা, শিক্ষক, রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ টিকা গ্রহণ করেন।

ডা. আব্দুল্লাহ আল মেহেদী বলেন, অন্য সকল ভ্যাকসিনের মতোই কভিড-১৯ ভ্যাকসিন প্রতিরোধে ভূমিকা রাখবে। কোন ধরনের গুজবে কান না দিয়ে টিকাদান কর্মসুচীকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। ক্লিনিকাল ট্রায়ালের তথ্য অনুয়ায়ী এখনও পর্যন্ত মারাত্মক কোন পার্শপ্রতিক্রিয়া জানা যায়নি। তবুও কোন সমস্যা হলে দ্রæত নিকটস্থ হাসপাতালে বা চিকিৎসকের পরামর্শণ গ্রহণের অনুরোধ জানান।

এদিকে, রবিবার প্রাথমিকভাবে যারা টিকা গ্রহণ করেছেন তাদের সাথে আলাপ করে জানা গেছে, কারো কোন ধরনের সমস্যা বা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর