নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: সিলেটের জকিগঞ্জে অবৈধ ট্রলিগাড়ী কেড়ে নিয়েছে কাওসার আহমদ (২৫) নামের এক যুবকের প্রাণ। নিহত কাওসার জকিগঞ্জ শহরের মোটরসাইকেল ম্যাকানিক ও পৌর এলাকার খলাছড়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। ঘটনাটি সোমবার দুপুরের দিকে হাইদ্রাবন্দ এলাকায় ঘটেছে।
স্থানীয়রা জানিয়েছেন, কাওসার আহমদ মোটরসাইকেল চালিয়ে বাজারে আসার সময় একটি ট্রলিগাড়ীর সাথে ধাক্কা লেগে মাথায়, মুখে ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হন কাওসার। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ট্রলিগাড়ীর মালিক পৌর এলাকার আনন্দপুর গ্রামের সামসুল হক। তবে তাৎক্ষণিক ট্রলি চালকের নাম পাওয়া যায়নি।
জকিগঞ্জে ট্রলিগাড়ীর কারণে একেরপর এক তরতাজা প্রাণ যাওয়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ক্ষোভ জানিয়ে ট্রলিগাড়ী নিষিদ্ধ করতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. আব্দুন নাসের জানিয়েছেন, ট্রলিগাড়ীর সাথে ধাক্কা লেগে যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত করা হবে। তবে নিহতের পরিবারের লোকজন মৃত্যুর ঘটনায় কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের না করলে অতিরিক্ত জেলা ম্যজিষ্ট্রেট বরাবরে আবেদন করে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করতে পারবে।
ট্রলি বন্ধ করা প্রসঙ্গে বলেন, সড়কে ট্রলিগাড়ীর চলাচল নিষিদ্ধ করতে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply