জকিগঞ্জে কোমর বেঁধে প্রার্থীরা, জমে উঠেছে টাকার লড়াই

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনের শেষ লড়াইয়ে কোমর বেঁধে নেমেছেন প্রার্থীরা। ভোর হতে গভীর রাত পর্যন্ত চলছে প্রচার প্রচারণা। কেউ কাউকে ছাড় দিতে চাইছেন না। বৃহস্পতিবার মধ্যে রাত থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শেষে হলেও নিরবে মাঠে কাজ চালিয়ে যাচ্ছেন প্রার্থী ও সমর্থকরা। শেষমুহুর্তের প্রচারণায় যেন দিন রাত সবই সমান। প্রার্থী, সমর্থক ও ভোটারদের চোখে ঘুম নেই। পোষ্টার ব্যানারে চেয়ে গেছে গ্রামাঞ্চল। আচরণ বিধি লঙ্ঘন করে চলছে টাকার ছড়াছড়ি। নানা কৌশলে ভোটারদের হাতে ধরিয়ে দেয়া হচ্ছে টাকা। নিরবেই ভোটারদেরকে পক্ষে আনতে উপটৌকনও দেয়া হচ্ছে। এমন অভিযোগ করেছেন মেয়র ও কাউন্সিলর পদের একাধিক প্রার্থী।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার শাদমান সাকীব জানান, যার বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাবে, সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে। কোনভাবেই নির্বাচনকে কেউ প্রভাবিত করতে পারবেন না। আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। আচরণ বিধি মেনে চলতে সকল প্রার্থীকেই সতর্ক করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর