জকিগঞ্জে মেয়র, কাউন্সিলর-সংরক্ষিত পদে ৪৪ জনের মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিতব্য জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করতে মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করতে শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা।

বুধবার বিকেল পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র ভোটার তালিকা সিডি সংগ্রহ করেন মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ফারুক আহমদ, পৌর আল ইসলাহর সভাপতি কাজী হিফজুর রহমান, পৌরসভা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মালেক ফারুক।

কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন ১ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আব্দুল জলিল, আবুল কালাম, মুনিম আহমদ, ২ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মাসুদ আহমদ, রুহুল আমিন, মোস্তফা আহমদ, শংকু কান্তি শর্মা, ৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রিপন আহমদ, আবুল কালাম আজাদ, ৪ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শাহাব উদ্দিন শাকিল, মুহিবুর রহমান, মাহবুবুর রহমান, ৫ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর কামরুজ্জামান কমরু, ছমির উদ্দিন, ৬ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর দেলোয়ার হোসেন নজরুল, মোস্তাক আহমদ, লবিবুর রহমান, আখতারুজ্জামান রাজু, শিব্বির আহমদ রনি, আলমগীর হোসেন, ৭ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আছদ্দর আলী, ফয়ছল আহমদ মাখন, নাজু আহমদ, সাইদুল ইসলাম, হেলাল আহমদ, ৮ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শামিম আহমদ, হেলাল আহমদ, আব্দুল্লাহ আল মামুন সুহেল, এহসান আহমদ, ৯ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আতাউর রহমান আতাই, আমাল আহমদ, হোসেন আহমদ।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সুনন্দ শুল্কা, জোসনা খানম, তসলিমা বেগম জোসনা, ৪, ৫, ৬ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জাহানারা বেগম, মনারা বেগম, রুসনা বেগম দিলোয়ারা বেগম, ৭, ৮, ৯ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সালেহা বেগম ও রিনা বেগম মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহের পর আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আশা করছি। লেভেল প্লেয়িং ফিল্ড চাই। রাজনৈতিক ও অর্থের প্রভাব মুক্ত নির্বাচন যেন হয় সেই প্রত্যাশা করছি সংশ্লিষ্ট সবার কাছে।

জকিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদমান শাকিব জানান, মেয়র পদে তিনজন ও কাউন্সিলর পদে ৩২ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কাউন্সিলর পদে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ার পর বড় রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা মনোনয়নপত্র নেবেন বলে ধারণা করছি। তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন বাস্তবায়ন করা হবে। কোনভাবেই কাউকে ছাড় দেয়া হবেনা। নির্বাচনী আচরণ বিধি মেনে চলতে তিনি সকলের প্রতি আহবান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর