নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জ শহরে ব্যাংক এশিয়ার আউটলেট শাখা উদ্বোধন হয়েছে। সোমবার উদ্বোধন উপলক্ষে বেলা ১১টায় পৌর শহরস্থ ব্যাংকের আউটলেট শাখায় এক অনুষ্টান হয়।
অনুষ্টানে পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিনের সভাপতিত্বে ও হাবিবুল্লাহ মিসবাহর উপস্থাপনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাইফুর রহমান শিপন। স্বাগত বক্তব্য দেন ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং এর ডিস্ট্রিক ম্যানেজার এমাদ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, ব্যাংক এশিয়া সিলেট বিভাগের এজেন্ট ব্যাংকিং এর রিজিওনাল ম্যানেজার মো. আল আমিন, জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো.খলিলুর রহমান, পূবালী ব্যাংক জকিগঞ্জ শাখার ব্যবস্থাপক হেলাল আহমদ, জকিগঞ্জ ইউপির সচিব আব্দুস ছাত্তার, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক (অব.সার্জেন্ট) মো. বেলাল, সোনার বাংলা সমবায় সমিতির সভাপতি জাফরুল ইসলাম, ব্যাংক এশিয়ার সিলেট ক্লাস্টারের হেড অব এজেন্ট ব্যাংকিং মো. আব্দুস ছালাম, ব্যবসায়ী আফতাব আহমদ, সুমন বিশ্বাস, আল আরাফাহ ইসলামী ব্যাংক এজেন্ট শাখার প্রতিনিধি জুবেল আহমদ, আব্দুল ফাত্তাহ, জালাল উদ্দিন, রুহুল আমিন রানা, ছাদিক আহমদ প্রমূখ।
ব্যাংক এশিয়ার এজেন্ট সাইফুর রহমান শিপন জানিয়েছেন, এখন থেকে গ্রাহকরা এ শাখা থেকে আর্থিক লেনদেন, পাসপোর্ট ফি জমাসহ এজেন্ট ব্যাংকিং সুবিধা নিতে পারবেন। উদ্বোধনী অনুষ্টানে সুন্দরভাবে সম্পন্ন করায় তিনি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Leave a Reply