জকিগঞ্জে দেড়শতাধিক শিক্ষার্থীদের মধ্যে ইফজাল চৌধুরী ফাউন্ডেশনের বই বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জে ইফজাল চৌধুরী ফাউন্ডেশন এন্ড এডুকেশন ট্রাস্টের সৌজন্যে এবং জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটির সার্বিক পরিচালনায় একাদশ ও সমমান শ্রেণীর দেড় শতাধিক দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে পাঠ্য বই ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

শনিবার বেলা ১১টায় কালিগঞ্জে একটি কমপ্লেক্সে বই বিতরণ কর্মসূচিতে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ, বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ইফজাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে রেদ্বওয়ান মাহমুদ এবং মিশকাতুর রহমানের যৌথ সঞ্চালনায় শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন ঢাবি শিক্ষার্থী ইবরাহীম কায়কোবাদ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ কবি কালাম আজাদ। ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার, সহকারী কমিশনার (ভূমি) পল্লব হোম দাস, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, ভাইস চেয়ারম্যান মাওলানা মো আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল, মাধ্যমিক শিক্ষক সমিতির সিলেট জেলার সভাপতি মো. কুতুব উদ্দিন, ইছামতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিম, সীমান্তিক ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল নজরুল ইসলাম, ফাউন্ডেশনের উপদেষ্ঠা মালেক আহমদ।

এ সময় বক্তারা ফাউন্ডেশনের সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর