নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জের লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের বিরুদ্ধে ভিত্তিহীন ও কাল্পনিক অভিযোগ এবং অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদ আহমদকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছে কলেজ কর্তৃপক্ষ।
অভিযোগে উল্লেখ করা হয়, একটি মহল ভিত্তিহীন কিছু অভিযোগ উপস্থাপন করে লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের বিরুদ্ধে এবং অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদ আহমদকে ভিত্তিহীন ও কাল্পনিক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। চক্রটি স্কুল প্রতিষ্ঠার পর থেকেই বিরোধীতা করে আসছে। গত ৩৮ বছর থেকে লুৎফুর রহমান স্কুলের সকল কার্যক্রম সরকারি বিধি মোতাবেক পরিচালিত হচ্ছে। অধ্যক্ষ মাজেদ আহমদের নেতৃত্বে সিলেট অঞ্চলে সর্বাগ্রে কারিগরি ও উচ্চ মাধ্যমিক শাখা চালু হয়। অধ্যক্ষ মাজেদ আহমদ তাঁর অভিজ্ঞতা ও কর্মদক্ষতা দিয়ে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে গেছেন। অপপ্রচারকারীদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষ দাবী জানিয়েছেন।
Leave a Reply