এমসি কলেজে জকিগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জের প্রায় শতাধিক শিক্ষার্থীর সমন্বয়ে ঐতিহ্যবাহী এমসি কলেজের সবকটি ডিপার্টমেন্টে অধ্যয়নরত ১৮-১৯ সেশনের শিক্ষার্থীদেরকে নিয়ে ‘জকিগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ’ ১৮-১৯ এর আত্মপ্রকাশ হয়েছে। নবগঠিত এ পরিষদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী ফরহাদুল ইসলাম চৌধুরীকে সভাপতি ও অর্থনীতি বিভাগের ১৮-১৯ সেশনের মেধাবী ছাত্র মাজেদ আহমদকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কলেজে অধ্যায়নরত জকিগঞ্জের ১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ তৈরি, শিক্ষা সহায়তা প্রদান ও জকিগঞ্জের সকল শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষাব্যবস্থার অগ্রগতি বেগবান করতে সর্বোচ্চ প্রচেষ্টাসহ নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে এই সংগঠন গঠিত হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বশীলরা।

কমিটির সদস্যরা হলেন, সহ-সভাপতি রেদওয়ান মাহমুদ চৌধুরী (অর্থনীতি), সহ-সভাপতি কাজী সায়েকা জান্নাত (বাংলা), সহ সাধারণ সম্পাদক মুবাশ্বির আহমদ মারজান (ইসলামের ইতিহাস), সহ-সাধারন সম্পাদক মাহবুব আহমদ (গনিত), সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ ( রাষ্ট্রবিজ্ঞান), সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (রাষ্ট্রবিজ্ঞান), সহ সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলম তুহিন (অর্থনীতি) অর্থ সম্পাদক সালমান আহমদ (উদ্ভিদ বিদ্যা), প্রচার সম্পাদক মো: মোহতাদী রাহাত (উদ্ভিদ বিজ্ঞান), সহ-প্রচার সম্পাদক শাহিনা আক্তার (রসায়ন), শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাজেদ রহমান (রাষ্ট্রবিজ্ঞান), সমাজ কল্যান সম্পাদক ইসলাম উদ্দীন (দর্শন), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তুহিন আহমদ (প্রাণী বিদ্যা), সহ তথ্য বিষয়ক সম্পাদক তারেক আহমদ (সমাজবিজ্ঞান), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাজিদ আহমদ (মনোবিজ্ঞান), আপ্যায়ণ বিষয়ক সম্পাদক আহমেদ হাসান (ইসলামের ইতিহাস), কমিউনিটি সেবা বিষয়ক সম্পাদক নিশিতা রাণী দাস (উদ্ভিদ বিদ্যা), প্রকাশনা ও গ্রন্থনা বিষয়ক সম্পাদক আব্দুল করিম (ইতিহাস), ধর্ম বিষয়ক সম্পাদক মো: নাহিদ আল মাহমুদ (রাষ্ট্রবিজ্ঞান), ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান (রসায়ন), সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক বাহার উদ্দিন (গনিত)।

কার্যনির্বাহী সদস্য তোফায়েল আহমদ (ইতিহাস), কাঞ্চন মল্লিক (ইতিহাস ), নাসির আহমদ (ইসলামের ইতিহাস), সাহেদ আহমদ (অর্থনীতি), রিপন বিশ্বাস (বি এ), মতলুব আহমদ (বি এস এস), ইয়াহইয়া আহমদ (বিএ পাস), মুন্না আহমদ (পরিসংখ্যান), আহমদ আল জুবের (বি. এ), শিহাব উদ্দিন (বি. এ) প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর