নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জে লকডাউনে থাকা অসহায় লোকজনের মধ্যে খাবারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে পৌর এলাকার মাইজকান্দি গ্রামে উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কমর উদ্দিন চৌধুরী বাবরের বাড়িতে এলাকার প্রায় শতাধিক পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, ওয়ার্ড কাউন্সিলর আতাউর রহমান আতাই, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কমর উদ্দিন চৌধুরী বাবর, খেলাফত মজলিসের জেলা শাখার নেতা মাওলানা মখলিছুর রহমান প্রমূখ।
খাবারসামগ্রী বিতরণকালে অতিথিরা বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে অনেক মানুষ অসহায় হয়ে পড়েছেন। সবাই নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসা উচিত। সকলের সহযোগিতায় অসহায় মানুষের মুখে হাসি ফুটবে। উদ্দীন ফাউন্ডেশন পর্যায়ক্রমে এলাকার অসহায় মানুষদেরকে খাদ্যসামগ্রী দিয়ে সহযোগীতা অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।
Leave a Reply