নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জে শ্রদ্ধা-ভালবাসায় মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসনসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ, জকিগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ডা. আব্দুল্লাহ আল মেহেদী, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি সামছ উদ্দিন, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সুহেল, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক বেলাল আহমদসহ ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ, জকিগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দরসহ অনান্য নেতৃবৃন্দ। দুপুরের দিকে উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা শহরে র্যালি করে ডাকবাংলোয় গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। বাদ জোহর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জাতির জনকের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশাহিদ আহমদ কামালি।
দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী শামস উদ্দীন, সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দীন সুহেল, উপজেলা আওয়ামীলীগের সদস্য মাওলানা আফতাব আহমদ, ফজলুর রহমান, পৌর যুবলীগের আহবায়ক কাউন্সিলর শাহাব উদ্দীন শাকিল। ছাত্রলীগের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাবর হোসাইন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন লিমন, গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা ছাত্রলীগের সভাপতি নুরুল আমিন, ছাত্রলীগ নেতা আবিদ উদ্দীন, কাওসার আহমদ রুবেল, মাজেদ আহমদ, জুনেদ আহমদ, তামিম আহমদ রাফে, কাওসার আহমদ, জাফরুল ইসলাম, তারেক আহমদ, মর্তুজা আহমদ প্রমুখ।
Leave a Reply