জকিগঞ্জের বাবুর বাজার বণিক সমিতির নির্বাচনে বিজয়ী যারা

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাবুর বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮ টা থেকে জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করেন প্রধান নির্বাচন কর্মকর্তা মাস্টার কুতুব উদ্দিন।

ফলাফলে সভাপতি পদে ফারুক আহমদ চাকা প্রতিক নিয়ে ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোশারফ হোসেন সরফ চেয়ার প্রতিকে ১০৪ ভোট পান। সহ সভাপতি পদে উড়োজাহাজ প্রতিকে সালেহ আহমদ খোকন ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল ইসলাম গরুর গাড়ী প্রতিকে ১০৭ ভোট পান। সাধারণ সম্পাদক পদে ওলিউর রহমান আনারস প্রতিক নিয়ে ১৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সালাম ছাতা প্রতিক নিয়ে ১১২ ভোট পান। সহ সাধারণ সম্পাদক পদে হারিকেন প্রতিক নিয়ে মাছুম আহমদ ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কাইয়ুম ১০৭ ভোট পান। কোষাধ্যক্ষ পদে হাসান আহমদ দোয়াত কলম প্রতিক নিয়ে ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গফুর আহমদ ৭৭ ভোট পান। সদস্য পদে আছলাম আহমদ মোবাইল প্রতিকে ১৫০ ভোট, আব্দুশ শহিদ ফ্যান প্রতিকে ১৪২ ভোট, রাসেল আহমদ বই প্রতিকে ১৩৮ ভোট, রফিকুল ইসলাম মোমবাতি প্রতিকে ১৩১ ভোট, হেলাল আহমদ লালু আম প্রতিকে ১২৭ ভোট, হেলাল আহমদ ফুটবল প্রতিকে ৯১ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে সকল পদে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় ছিলেন। মোট ভোটার ছিলেন ২৯৪ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ২৯২ জন ভোটার।

ভোটগ্রহণে নির্বাচন কমিশনা হিসেবে দায়িত্ব পালন করেন ডা. আতাউর রহমান খাঁন, ডা. বাবুল চন্দ্র নাথ। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান। কমিটিতে ছিলেন সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সুলতানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার, হাজী আতাউর রহমান, হাজী আব্দুল মতিন খাঁন, মুজিবুর রহমান ও রফিকুল ইসলাম প্রমূখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর