জকিগঞ্জে মুক্তিযোদ্ধা সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: মুজিববর্ষ উদযাপন উপলক্ষে জকিগঞ্জে মুক্তিযোদ্ধা সমাবেশ করেছেন সিলেট জেলা সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলানায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ জকিগঞ্জ উপজেলার আহবায়ক মুক্তিযোদ্ধা খলিল উদ্দিনের সভাপতিত্বে ও সিলেট জেলা সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব তোতা মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক রফিক, জেলা আহবায়ক ও জাফলং ইউপির চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, যুগ্ম আহবায়ক সেলিম আহমদ ফলিক, সদস্য শোয়েব আহমদ, সদস্য আকতারুজ্জামান, নাজিম উদ্দিন, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ জকিগঞ্জ উপজেলার যুগ্ম আহবায়ক আব্দুল মোতালেব,বারহাল ইউপির কমান্ডার শফিক উদ্দিন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ শুনে তাৎকালীন সময়ের ছাত্র-যুবকসহ সাধারণ মানুষ পাকিস্থানী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। ২৫ মার্চ পাকবাহিনী অন্ধকার রাতে ঘুমন্ত বাঙ্গালীর উপর আক্রমন তখন বাংলার মানুষ বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ অনুসরণ করেই হানাদার বাহিনীকে প্রতিরোধ শুরু করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হতো না। মুজিববর্ষ উদযাপন করতে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর