নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জে ভারতীয় লক্ষাধিক রুপিসহ ৩ ভাইকে আটক করেছে পুলিশ। বুধবার মধ্য রাতের দিকে জকিগঞ্জ থানা পুলিশের একটি টিম উপজেলার মানিকপুর ইউনিয়নের দাউদপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলো দাউদপুর গ্রামের বাজেলাল বিশ্বাসের ছেলে মিমল বিশ্বাস (৪৪), পরিমল বিশ্বাস (৪৮), শান্ত বিশ্বাস (৪০)। বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে ভারতীয় মোট ১ লক্ষ ৬ হাজার ৫শ টাকা পাওয়া যায়।
ওসি জানান, তারা দীর্ঘদিন থেকে ভারতীয় মুদ্রা বাংলাদেশে এনে থাকে ব্যবসা করে থাকে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
Leave a Reply