নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: হোয়াইট স্টোন রোটারি ক্লাবের পক্ষ থেকে জকিগঞ্জে সাড়ে ৩শস্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কাজলসার ইউনিয়নের ছোট মাতারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৩শ শিক্ষার্থীদের মধ্যে এ স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
এ উপলক্ষে স্কুল প্রাঙ্গনে বিতরণ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আব্দুর রব। রোটারি ক্লাব অব সিলেট হোয়াইট স্টোনের চার্টার মেম্বার ও কাজলসার ইউপির সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোস্তাক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ৩২৮০ এর পিডিজি ডা. মঞ্জুরুল হক চৌধুরী। তিনি বক্তব্যে বলেন, রোটারি ক্লাব সারা বিশ্বে আর্তমানবতা ও অবহেলিত জনগোষ্টির কল্যাণে কাজ করে প্রশংসা কুড়িয়েছে। এরই ধারাবাহিকতায় জকিগঞ্জসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাকটর মো. আবুল মাসুদ, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা জোবায়ের আহমদ, রোটারি এসি. গভর্নর পিপি মাহবুবুল হক চৌধুরী, চার্টার প্রেসিডেন্ট জয়নুল হক, পিপি ফাহিম আহমদ চৌধুরী, পিপি তোফায়েল আহমদ, প্রজেক্ট চেয়ারম্যান এস এ আব্দুল্লাহ পাভলু।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান জুনেদ আহমদ, আব্দুল খালিক, আব্দুস ছামাদ তুহেল, রিপন চক্রবর্তী, সানিয়াতুর রহমান চৌধুরী, শহিদুল হক, বেলাল আহমদ, মাহবুবুর রহমান চৌধুরী, আব্দুল বাছিত জুনেদ, বেলাল আহমদ্ও গিয়াস উদ্দিন প্রমূখ। স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি তার বক্তব্যে রোটারি ক্লাবের ভালো উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
Leave a Reply