জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের উদ্যোগে রোগী ও এতিম পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসোসিয়েশনের অন্যতম সংগঠক মাওলানা মোহাম্মদ খছরুজ্জামানের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ কাওছার আলম এবং আহমদ আল মনজুরের যৌথ পরিচালনায় এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এসোসিয়েশনের আহবায়ক কমিটির সদস্য আব্দুল আলিম লস্কর।
বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জকিগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক সুহেল আহমদ রাহেল, সদস্য লোকমান উদ্দিন তালুকদার নেজামসহ জকিগঞ্জের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply