নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৯ লক্ষাধিক টাকা মূল্যের ৩ হাজার ৬৫ পিস ইয়াবা ট্যবলেটসহ একজন পুলিশের হাতে আটক হয়েছে। আটক ব্যক্তি বিরশ্রী ইউনিয়নের মুমিনপুর গ্রামের আব্দুল করিমের ছেলে কাওছার আহমদ (২৭)।
জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের এ তথ্য নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত আছে। শুক্রবার রাতে থানা পুলিশের একটি টিম গোপন তথ্যমতে কাদিপুর গিয়ে কাওছার আহমদকেক আটক করে তার দেহতল্লাসি করে কালো রংয়ের কোর্টের ভিতরের পকেটের মধ্যে একটি নীল রংয়ের পলিথিনের মধ্যে রাবার দিয়ে প্যাঁচানো ১৬টি নীল রংয়ের বায়ুরোধক পলিব্যাগের ভিতর ৩ হাজার ৬৫ পিস লালচে গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট পেয়েছে। পরে তার বিরুদ্ধে থানায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয় এবং উদ্দারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
Leave a Reply