জকিগঞ্জে বই উৎসব দিবসে নতুন সাড়ে ছয় লাখ বই বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে ডেস্ক:: ‘নতুন বছর নতুন দিন নতুন বইয়ে হোক রঙ্গিন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বছরের প্রথম দিনে সারাদেশের মত জকিগঞ্জে বই উৎসব দিবস পালিত হয়েছে।

উপজেলার ১৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪২টি কেজি স্কুল, ২৫টি হাই স্কুল ও ১৯টি মাদ্রাসায় অনুষ্ঠানের মধ্যদিয়ে এ বছর প্রায় ৬ লাখ ৪২ হাজার বই বিতরণ করা হয়েছে।

অন্যদিকে বই উৎসব দিবস উপলক্ষে উপজেলা শিক্ষা অফিস উপজেলা পরিষদ মিলনায়তনে পাঠ্যবই বিতরণ উৎসবের আয়োজন করে। এতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানার সভাপতিত্বে ও সহকারি শিক্ষা কর্মকর্তা মাসুম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউআরসি ইনস্ট্রাক্টর আবুল মাসুদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, ওসি তদন্ত সুশংকর পাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুছ ছালাম প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার আশপাশের কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ। এ বছর জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২ লাখ এবং মাধ্যমিক পর্যায়ে ৪ লাখ ৪২ হাজার বই বিতরণ করা হবে। উপজেলার প্রতিটি স্কুল, মাদ্রাসায় আজ বই বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর