নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জে সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে পাঁচশত শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার বিকেল ৩ টায় সোনার বাংলা সমবায় সমিতির কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মাধ্যমে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। সমিতির সভাপতি মো. জাফরুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক ফুয়াজ্জুল ইসলাম ও জোবায়ের আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সমিতির কর্মকর্তা আব্দুল গফ্ফার।
প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ ও যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির।
প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির বলেন, আমরা একটু সচেতন হলেই শীর্তাত মানুষের পাশে দাঁড়াতে পারি। নিজের আয়ের সামান্য অংশ দিয়েই পাড়া প্রতিবেশীর শীর্তাত মানুষকে শীতবস্ত্র দিতে পারি। সোনার বাংলা বহুমূখী সমবায় সমিতি আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তাদের প্রতিটি কর্মকান্ড জনকল্যাণমূলক। সমাজের সকল বিত্তশালীরা সোনার বাংলা বহুমূখী সমবায় সমিতির মত অসহায় মানুষের পাশে দাঁড়ালে দিনে দিনে অসহায় মানুষের সংখ্যা কমে যাবে। অসহায় মানুষের কল্যাণে কাজ করলে আত্মতৃপ্তি পাওয়া যায়। সমৃদ্ধশালী দেশ গঠনে সরকারের পাশাপাশি প্রতিটি এলাকার সমিতি, সংগঠন ও বিত্তশালীরা গরীব, নিপীড়িত মানুষকে সাহায্য সহযোগীতায় এগিয়ে আসা উচিত।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের, জকিগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শামিম আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন নজরুল, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য ফয়েজ আহমদ, সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালিক মাহতাব, নির্বাহী প্রধান এখলাছুর রহমান, সীমা বেগম।
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাজার বণিক সমিতির সদস্য সচিব বেলাল আহমদ, ব্যবসায়ী সিরাজুল ইসলাম শিরু, বাবুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক কাউন্সিলর আমাল আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দকে সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেছার আহমদ, আব্দুল বাসিত, রাফি ও আন্নান। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ পাঁচশত অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।
Leave a Reply