জকিগঞ্জে ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষে উপজেলা ব্যাপী মুবারক র‌্যালি

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: পবিত্র ঈদে মীলাদুন্নবী সা: উদ্যাপন উপলক্ষে জকিগঞ্জে র‌্যালি বাস্তবায়ন কমিটি মোবারক র‌্যালি করেছে। মঙ্গলবার জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা থেকে শতাধিক মোটরসাইকেলসহ র‌্যালিটি শুরু হয়ে পুরো উপজেলার প্রধান সড়ক ঘুরে জকিগঞ্জ বাজারে এসে শেষ হয়।

র‌্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা হাবিবুর রহমান হালিম ও সদস্য সচিব এহসান মোহাম্মদ শামীমের পরিচালনায় অনুষ্ঠিত র‌্যালির শুরুতে বক্তব্য রাখেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমান, আল ইসলাহ নেতা কাজী হিফজুর রহমান, সহ সুপার মাওলানা হাফিজ জামিল আহমদ।

র‌্যালিতে নেতৃত্ব দেন সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ বাহাদুর, প্রভাষক আল মামুন, প্রভাষক আবুল কালাম আজাদ, প্রভাষক আহমদ হোসেন, সমাজসেবী সরওয়ার হোসেন চৌধুরী রাজা, মাওলানা শরিফ উদ্দিন, মাওলানা ফদ্বলুর রহমান, আব্দুল হালিম লিমন, জুবায়ের আহমদ, আহমদ সিদ্দীক চৌধুরী হাসান, মাওলানা নজমুল ইসলাম, হাফিজ আলী হোসেন, আব্দুল আলিম, কাওছার আহমদ, গোলজার আহমদ, আহমদ আল মনজুর, আবু সাঈদ আশিক, আব্দুল কুদ্দুস তাজুল, মাহতাব আহমদ।

র‌্যালিতে অংশ নেন ইউপি সদস্য আব্দুল মুকিত, মাসুক আহমদ, ছাত্রলীগের সহসভাপতি বাবর হোসেইন চৌধুরী, নজরুল ইসলাম, শাহাবুদ্দিন, জামিল আহমদ, স্বপন আহমদ, শাহান আহমদ, পারভেজ আহমদ, ব্যাংকার ফরহাদ হোসেন, হাফিজ মোস্তফা আহমদ, দিদারুল ইসলাম মিলন, শাকির আহমদ, সাবেল আহমদ প্রমুখ।

র‌্যালি বাস্তবায়ন করতে বেলা ১২টা থেকে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্থরের আশিকে রাসূল ছাত্র জনতা জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা ময়দানে জমায়েত হন। বাদ যুহর শুরু হয় র‌্যালি। নবী পাকের শানে রচিত কালজয়ী নানা কবিতা নাত রঙ্গবেরঙ্গের ফেস্টুন ও প্লেকার্ড র‌্যালিতে শুভাবর্ধন করে, সুরে সুরে ধ্বনিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি। এ রকম অগণিত নাত এর সুমধুর সুর লহরি উপজেলার আকাশ বাতাস মুখরিত করে। উপজেলার বাজারে বাজারে উৎসুক মানুষ সুর মিলান নাতে রাসূলের সাথে। দৃষ্টিনন্দন এ ব্যতিক্রমী র‌্যালিটি উপজেলাবাসীর দৃষ্টি আকর্ষণ করে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর