নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: সদ্য ঘোষিত জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে তৃণমূল পর্যায়ে চরম ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, দলের ত্যাগী ও দুর্দিনের নেতাকর্মীদের বাদ দিয়ে এবং অবমূল্যায়ন করে অগঠনতান্ত্রিকভাবে জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে বির্তকিত, সুবিধাভোগী ও নেতাকর্মী বিমুখ লোকজন স্থান পেয়েছেন। এতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। এ নিয়ে শনিবার রাতে উপজেলার সুলতানপুর ইউনিয়ন ও জকিগঞ্জ সদর ইউনিয়নে পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে।
সুলতান ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সহ সভাপতি আব্দুল খালিক মেম্বারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা নোমানুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য জুনেদ আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল খালিক মেম্বার, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাদল মিয়া, সাধারণ সম্পাদক আব্দুশ শহিদ, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার আব্দুর রহিম, যুবলীগ নেতা বুরহান উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আসাদ উদ্দিন, কাওসার আহমদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সমাজসেবা সম্পাদক মাহমুদুল হাসান প্রমূখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক আতাউর রহমান, উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি আব্দুর রাজ্জাক, ফারুক আহমদ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল আহাদ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইয়াসিন আহমদ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি চুনু মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি চেরাগ আলী, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, আব্দুল মালেকসহ বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মী।
সভায় বক্তারা বলেন, এই কমিটিতে সুলতানপুর ইউনিয়ন থেকে যারা স্থান পেয়েছেন তাদের মধ্যে বেশীর ভাগ তৃণমূল পর্যায়ের নেতাকর্মী বিমুখ ও নানা কারণে বির্তকিত। সাংগঠনিকভাবে তাদের কোন অবস্থান নেই। দলের দুঃসময়ের পরীক্ষিত ও ত্যাগীদের ঠাই হয়নি পূর্ণাঙ্গ কমিটিতে।
বক্তারা অভিলম্বে উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে বির্তকিত ও তৃণমূল কর্মী বিমুখ নেতাকর্মীদের বাদ দিয়ে এবং ত্যাগীদের স্থান দিয়ে উপজেলা আওয়ামীলীগ নেতা নোমানুর রশিদ, রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক আতাউর রহমান ও ইউপি সদস্য আব্দুল খালিক মেম্বারকে কমিটিতে অর্ন্তভূক্ত করে পূর্ণগঠনের আহবান জানান।
সভায় বক্তারা আরও অভিযোগ করেন, গ্রাম পর্যায়ে সরকারের উন্নয়নে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদেরকে মূল্যায়ন করা হচ্ছেনা। উন্নয়নমূলক প্রতিটি কর্মকান্ডে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীকে সম্পৃক্ত করতে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরীর প্রতি আহবান জানান।
এদিকে জকিগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভা থেকেও বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জকিগঞ্জ ইউনিয়নে বেশ কয়েকজন উল্লেখযোগ্য ত্যাগী নেতাকর্মী থাকলেও কমিটিতে তাদেরকে স্থান দেয়া হয়নি। জকিগঞ্জ ইউনিয়নে যারা নির্বাচনের সময় অক্লান্ত পরিশ্রম করে নৌকা মার্কাকে বিজয়ী করেন তাদেরকেও পদপদবী বঞ্চিত করা হয়েছে।
Leave a Reply