নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাঃ) উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ২ টায় জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসা প্রাঙ্গনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরেরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এমএ হক চত্বরে গিয়ে সমাবেশ করে। সমাবেশ শেষে জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলামের দোয়ার মাধ্যমে শেষ হয়।
এম এ হক চত্তরে সমাবেশে জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আহমদ আল মনজুরে সভাপতিত্বে ও উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক আবু ছায়িদ মো. আশিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল বাছিত, সিলেট পূর্ব জেলা তালামীযের সহসভাপতি ইসলাম উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ জেলা তালামীযের অর্থ সম্পাদক আবু হেনা ইয়াসিন, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহের সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, লতিফিয়া এতিমখানা ফুলতলীর প্রধান শিক্ষক মাওলানা ফয়সল আহমদ, তালামীযে ইসলামিয়া লতিফিয়া এতিমখানা শাখার সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, পৌর আল ইসলাহের সভাপতি মাওলানা হিফজুর রহমান, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান চৌধুরী, কানাইঘাট উপজেলা আল ইসলাহের সহসাধারণ সম্পাদক মাওলানা ইয়াহইয়া আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি মাওলানা কামাল আহমদ, সহসভাপতি কবির আহমদ, প্রশিক্ষণ সম্পাদক কাওসার বিন নূর, জকিগঞ্জ পৌর তালামীযের সভাপতি হোসাইন আহমদ, সহসভাপতি জুনেদ আহমদ, জসিম আহমদ, সাধারণ সম্পাদক মুবাশ্বির হোসাইন মারজান, জকিগঞ্জ উপজেলা তালামীযের সহসাধারণ সম্পাদক আহমদ হোসাইন আইমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, সহসাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান জাব্বির, প্রচার সম্পাদক আব্দুছ ছামাদ, অর্থ সম্পাদক খলিলুর রহমান সাব্বির, অফিস সম্পাদক সাদিকুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাহবুব আলম মারুফ প্রমূখ।
Leave a Reply