ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে জকিগঞ্জ এসোসিয়েশনের পুরষ্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে জকিগঞ্জ এসোসিয়েশনের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার বিকেলের দিকে পৌর শহরের একটি কনফারেন্স হলে এসোসিয়েশনের সভাপতি মাওলানা আব্দুল বাছিতের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. কামাল আহমদের পরিচালনায় এ বৃত্তি বিতরণী অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ দারুসুন্নাহ ইসলাসিয়া দাখিল মাদ্রাসার সুপার হাফিজ মাওলানা ফারুক আহমেদ, জকিগঞ্জ এসোসিয়েশনের উপদেষ্টা মাওলানা আব্দুল বাছিত, জকিগঞ্জ এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাওলানা কবি ফদ্বলুর রহমান, জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আহমদ আল মনজুর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক আবু ছায়িদ আশিক, প্রচার সম্পাদক আব্দুস সামাদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ। অনুষ্ঠানের শুরুতে কেরাত পাঠ মো. সেলিম আহমদের ও তাওহিদুল ইসলামের নাতে রাসুল পরিবেশন করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম, এসোসিয়েশনের যুগ্ম কোষাধ্যক্ষ মাওলানা ইমাদ উদ্দীন, ইছামতি কামিল মাদ্রাসার অর্থনীতি প্রভাষক হারিছ উদ্দিন, মাওলানা আব্দুল কুদ্দুস, জকিগঞ্জ পৌর আল ইসলাহ’র সভাপতি মাওলানা হিফজুর রহমান, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি মাওলানা আব্দুল হালিম লিমন, এসোসিয়েশনের প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম দুলু, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি জুবায়ের আহমদ ও ইসলাম উদ্দিন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীকে নগদ ৪ হাজার টাকাসহ মোট ৫২ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীকে নগদ টাকা ও পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী বলেন, ঈদে মিলাদুন্নবী সাঃ. উপলক্ষে জকিগঞ্জ এসোসিয়েশন যে মহতি কাজ করেছে তা আগামী প্রজন্মকে নবী প্রেমে উদ্বুদ্ধ করবে। রাসুলে পাক সাঃ. এর মহব্বত ও ইত্তেবা ছাড়া জিন্দেগী কামিয়াব হয়না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর