জকিগঞ্জে ট্রাফিক আইন মানতে পুলিশের ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: নতুন ট্রাফিক আইন মানতে ও জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করতে জকিগঞ্জ থানা পুলিশ ক্যাম্পেইন করেছে। বৃহস্পতিবার বিকেলে জকিগঞ্জ শহরসহ উপজেলার বিভিন্ন হাট বাজারে যানবাহন চালকদের মাঝে লিফলেট বিতরণ করে এ ক্যাম্পেইন করা হয়।

থানার ওসি মীর মো. আব্দুন নাসেরের সভাপতিত্বে ও এসআই ফরিদ উদ্দিনের পরিচালনায় সচেতনতা ক্যাম্পেইন শুরু আগে শহরের এম এ হক চত্তরে পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর।

পথসভায় বক্তারা বলেন, সরকারের নির্দেশনা মেনে নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে পরিবহন চালক, মালিকসহ সংশ্লিষ্ট সবাই সচেতন হতে হবে। নতুন এ আইন মানলে যানাবাহন খাতে যেমন সুশৃঙ্খলা ফিরে আসবে, তেমনি দুর্ঘটনা অনেক কমে আসবে। সরকার কারো উপর আইন চাপিয়ে দিচ্ছেনা। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ আইন প্রণয়ন করেছে। আইন মেনে যানবাহন চালাতে পুলিশের পক্ষ থেকে সকলের প্রতি আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর