জকিগঞ্জে ফ্রি সেলাই মেশিন প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: সিলেট জেলা পরিষদের উদ্যোগে জকিগঞ্জে বেকার মহিলাদেরকে নিয়ে মাসব্যাপী ফ্রি সেলাই মেশিন প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে আটগ্রাম লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজে এ অনুষ্ঠানের সূচনা হয়। সূচনা অনুষ্ঠানে জেলা পরিষদের সংরক্ষিত সদস্য সাজনা সুলতানা হক চৌধুরীর সভাপত্বিতে ও সাংবাদিক আহমেদুল হক চৌধুরী বেলালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দীন চৌধুরী।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভারমেয়র বীর মুক্তিযোদ্বা হাজী খলিল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, বীর মুক্তিযোদ্বা মুস্তাকিম আলী হায়দার, জকিগঞ্জ ঊপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, কাজলসার ইউপি চেয়ারম্যান জুলকারনাইন লস্কর, জেলা পরিষদের কর্মকর্তা একে এম কামরুজ্জামান মাসুম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের শিক্ষক ছালিক আহমদ চৌধুরী, ইউপি সদস্য রোসনা বেগম রফা, সংবাদকর্মী মেহেদী হেলাল, শিক্ষক আতিক হাসান, সমাজসেবী আনোয়ার হোসেন কামালী প্রমুখ।

জেলা পরিষদের সংরক্ষিত সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী জানিয়েছেন, দীর্ঘ একমাস ২০ জন বেকার যুবতীদেরকে সেলাই মেশিন প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তাদেরকে সেলাই মেশিন প্রদান করা হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে ২০জন যুবতীর বেকারত্ব দূর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর