জকিগঞ্জে অগ্নিকান্ডে দগ্ধ ৩, টাকার অভাবে ঢাকায় নেয়া যাচ্ছেনা

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জের আটগ্রামে সরকারি গুচ্ছগ্রামে শনিবার রাতে কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ৩ নারী মারাত্মক দগ্ধ হয়েছেন। তারা হলেন, গুচ্ছগ্রামের মৃত মখদ্দছ আলীর স্ত্রী রুশনা বেগম (৪৫), মেয়ে ফাতিহা বেগম (২২) ও নাতনি বুশরা বেগম (৩)।

জানাগেছে, শরিবার রাত ৩টার দিকে আটগ্রামের সরকারি গুচ্ছগ্রামের একটি ঘরে কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এতে ৩ বছর বয়সী একটি শিশু, তার মা ও নানী দগ্ধ হন। আগুনে পুড়ে অন্ততপক্ষে ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দগ্ধ অবস্থায় জকিগঞ্জ থানা পুলিশ শিশুসহ ৩ জনকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে স্থানীয়দের আর্থিক সহযোগিতায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তারা ওসমানীর ৫ম তলার ২৩ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

বিকেল ৪ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানাগেছে, অগ্নিদগ্ধ ৩ জনের মধ্যে শিশু কন্যা বুশরা (৩) ও তার মা ফাতিহার অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের শরীরের বেশী অংশ আগুনে পুড়ে গেছে। সিলেট ওসমানী হাসপাতালের চিকিৎসকরা তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের কথা বলেছেন। কিন্তু আর্থিকভাবে অসচ্ছল থাকার কারণে তারা ঢাকায় গিয়ে উন্নত চিকিৎসা করানো সম্ভব হচ্ছেনা। আহতরা সরকারি সহযোগিতাসহ সমাজের বিত্তবানদের কাছে সাহায্য কামনা করেছেন। সাহায্যর জন্য যোগাযোগ আলী হোসেন ০১৭২৩৬৪৬৮৩৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর