নিজস্ব সংবাদদাতা, জকিগঞ্জ টুডে:: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ (অনুর্ধ্ব ১৭) বালক-বালিকা টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম চৌধুরী পানু, ইউপি চেয়ারম্যান কবির আহমদ, ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, জকিগঞ্জ থানার ওসি মীর মোঃ আব্দুন নাসের, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, প্রকল্প কর্মকর্তা তোফাজ্জল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, স্বাস্থ্য পরিদর্শক সঞ্জয় চন্দ্র নাথ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন সোহেল প্রমূখ।
সভায় সিদ্ধান্ত হয় আগামী ১১ সেপ্টেম্বর জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে প্রথম দিনে জকিগঞ্জ পৌরসভা ও মানিকপুর ইউনিয়নের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্টে ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ১০টি টিম অংশ নেবে।
Leave a Reply