জকিগঞ্জের বাবুর বাজার রূপালী ব্যাংক ব্যাবস্থাপকের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জের বাবুর বাজার রূপালী ব্যাংক শাখার ব্যবস্থাপক আতাউর রহমানের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ব্যাংক ব্যবস্থাপকের কার্যালয়ে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্যাংক শাখার নবাগত ব্যবস্থাপক মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা নোমানুর রশিদ, সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সাত্তার, ব্যবসায়ী বাবুল চন্দ্র নাথ, দৈনিক যুগান্তরের প্রতিনিধি আল হাছিব তাপাদার, বাবুর বাজার বণিক সমিতির সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জাপা নেতা ওলিউর রহমান প্রমূখ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল হালিম তাপাদার, বাবুর বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ হাসান আহমদ, ব্যবসায়ী মজনু আহমদ, সাহেদ আহমদ, সাব্বির আহমদ, ফয়জুল মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম সাহেদ প্রমূখ।

বক্তারা বলেন, ব্যবস্থাপক আতাউর রহমান এলাকার বাসিন্দা হওয়ার কারণে গ্রাহকরা যথেষ্ট সেবা পেয়েছেন। বাবুর বাজার রূপালী ব্যাংক শাখার প্রাণ ছিলেন আতাউর রহমান। তাঁর একান্ত প্রচেষ্ঠায় এলাকাবাসী সহজে ব্যাংক লেনদেন পেয়ে উপকৃত হয়েছেন। আতাউর রহমানের মত সকল ব্যাংক কর্মকর্তারা গ্রাহকদের প্রতি আন্তরিক হলে ব্যাংকের লেনদেন বৃদ্ধি পাবে।

বিদায়ী সংবর্ধনার জবাবে আতউর রহমান বলেন, রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান জকিগঞ্জের কৃতি সন্তান ড. আহমদ আল কবিরের একান্ত প্রচেষ্টায় বাবুর বাজারে শাখা প্রতিষ্টিত হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে আমি এ ব্যাংকের ব্যবস্থাপকের দায়িত্বে ছিলাম। অনেক কষ্ট করে বাড়ি বাড়ি গিয়ে লোকজনকে দিয়ে ব্যাংকে একাউন্ট করিয়ে লেনদেন করতে উৎসাহিত করেছিলাম। যার ফলে মাত্র ২ বছরের মাথায় ব্যাংক লাভাবান হয়ে যায়। ব্যাংকটির অগ্রযাত্রা অব্যাহত রাখতে আন্তরিকভাবে সর্বাত্মক সহযোগিতা করেছেন ব্যাংকের ডিজিএম নোমান মিয়া। আজ আমার বিদায় বেলা তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ব্যাংক প্রতিষ্টায় এলাকার যারা কাজ করেছেন তিনি তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর