জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জে জুয়া খেলার দায়ে পুলিশ ৬ জনকে গ্রেফতার করে মামলা দায়ের করেছে। রবিবার সন্ধ্যা থেকে জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসেরের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শরিফগঞ্জ বাজারস্থ বাবুল আহমদের চায়ের দোকানের পিছন থেকে ৩ জনকে ও কালিগঞ্জের রসুলপুর জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলো, পিল্লাকান্দি গ্রামের মৃত আক্রাম আলীর ছেলে বদরুল ইসলাম (৪৪), মৃত চেরাগ আলীর ছেলে আব্দুল জলিল (৫৫), রহিমপুর গ্রামের মৃত আরজিত আলীর ছেলে মছব্বির আলী @ মুছন (৫৫), হরাইত্রিলোচন গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে অলিউর রহমান (২৬), মৃত মন্তাজ আলীর ছেলে রফিক উদ্দিন (৪০), মাতারগ্রামের মৃত মকদ্দছ আলীর ছেলে সাবুল আহমদ @ সাবু (৩০)। সোমবার তাদেরকে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply