জকিগঞ্জে শিশুকে মাতৃদুগ্ধ পানে উৎসাহিত করতে জারি গান

জকিগঞ্জ টুডে ডেস্ক:: শিশুকে মাতৃদুগ্ধ পানে উৎসাহিত করতে সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি এসডিএস’র আয়োজেন সিএসএ ফর স্যান বিডির সহযোগিতায় জকিগঞ্জে জারি গান পরিবেশন করা হয়েছে।

রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ট্রাকযোগে উপজেলার বিভিন্ন এলাকায় এ জারি গান পরিবেশন করা হয়। জারি গানে শিশুকে মায়ের বুকের দুধ পান করাতে উৎসাহিত করা এবং বাজারের গুড়া দুধ পান জনিত কারণে শিশু স্বাস্থ্যর ক্ষতির দিকটি তুলে ধরা হয়। এ অনুষ্ঠানে জারি গান পরিবেশন করেন স্থানীয় শিল্পী মিরা বিশ্বাসের নেতৃত্বাধীন দল। অনুষ্ঠানটি গ্রামে’গঞ্জে পরিবেশনের সময় দর্শকদের নজর কাড়ে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসডিএস’র নির্বাহী পরিচালক আব্দুল হামিদ, সেচ্ছাসেবী রায়হান চৌধুরী, মাহতাব হোসেনসহ শিক্ষার্থী, রাজনীতিবীদ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এসডিএস’র নির্বাহী পরিচালক আব্দুল হামিদ জানান, এ কার্যক্রমের ফলে মায়েরা শিশুদেরকে বুকে দুধ পান করাতে উৎসাহিত হবেন। আমাদের মূল লক্ষ বাজারের গুড়াদুধ শিশুর জন্য ক্ষতিকর সে বিষয়টি মায়েদের কাছে তুলে ধরা। শিশু মায়ের যে ‘শাল দুধ’ খায়, সেটা হচ্ছে তার সারাজীবনের জন্য রোগ প্রতিষেধক টিকা। শিশুর পুষ্টি, বেঁচে থাকা এবং বেড়ে ওঠার জন্য মায়ের দুধই সর্বোত্তম ভূমিকা রাখে। শিশু স্বাস্থ্যের উন্নয়ন এবং শিশুদের বিভিন্ন রোগ কমানোর জন্য যেসব জনস্বাস্থ্য কার্যক্রম পরিচালনায় সাহায্য করতে পারে মায়ের দুধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর