জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জে পূর্ব শত্রুতার জেরধরে একটি বাড়ীতে লুটপাটের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাতে বারহাল ইউনিয়নের মুহিদপুর গ্রামের লোকমান আহমদেও বাড়ীতে এ ঘটনাটি ঘটে বলে গৃহকর্তা লোকমান আহমদ জানিয়েছেন।
লোকমান আহমদ অভিযোগ করে জানান, রাত আনুমানিক ১টার দিকে ১২/১৩ জন লোক ঘরে ঢুুকে নগদ ২ লক্ষ ২২হাজার টাকা, ৫ ভরি স্বর্ণলংকার, কাপড়-চোপড়সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে পালিয়ে যায়। লোকমান আহমদের ধারণা জানান, প্রবাসী ইউনাইটেড ফাউন্ডেশন গঠন নিয়ে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র এ ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ও জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সালাউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাড়ির মালিক লোকমান আহমদ জানিয়েছেন একটি ট্রাস্ট গঠনকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরধরে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
Leave a Reply