জকিগঞ্জ টুডে ডেস্ক:: ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহে জকিগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা এসডিএস’র আয়োজনে এবং সিএসএ ফর সান’র সহযোগিতায় জকিগঞ্জ গার্লস হাইস্কুলে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এ প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিনা আক্তার প্রথম স্থান, ছাবিনা ইয়াছমিন পপি দ্বিতীয় স্থান ও সেজি আক্তার তৃতীয় স্থান অধিকার করে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ফ.ম ওহীদ উদ্দিন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।
এ সময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দিলার আহমদ তাপাদার, এসডিএস’র নির্বাহী পরিচালক আব্দুল হামিদ, জকিগঞ্জ উপজেলা মানবাধিকার সংস্থার সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভা সাবেক কাউন্সিলর জোসনা খানম প্রমূখ উপস্থিত ছিলেন।
Leave a Reply