জকিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উঠান বৈঠক

জকিগঞ্জ টুডে ডেস্ক:: ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ পালনে দ্বিতীয় দিনে জকিগঞ্জে উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে। বুধবার বেসরকারী উন্নয়ন সংস্থা এসডিএস’র আয়োজনে এবং সিএসএ ফর সান’র সহযোগিতায় উপজেলা মনোগ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়াম্যান মাজেদা রওশন শ্যমলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বিনয় ভূষন দাস, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার এনামুল হক সরকার, এসডিএস’র নির্বাহী পরিচালক মো. আব্দুল হামিদ, সাবেক পৌর কাউন্সিলর জোসনা খানম প্রমুখ।

উঠান বৈঠকে বক্তারা বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সপ্তাহে পুষ্টি সম্পর্কে মা ও শিশুদেরকে ধারনা দেয়া প্রয়োজন। পুষ্টি সম্পর্কে আমাদের ভ্রান্ত ধারনা রয়েছে। যা পরিহার করা জরুরী। স্থানীয়ভাবে উৎপাদিত কচু শাক, পুঁই শাক, কলমি শাক, পালং শাক ও মিষ্টি কুমড়া থেকে যথেষ্ট পুষ্টি পেতে পারি। প্রত্যেকের বসতঘরের পাশে উপযুক্ত স্থানে কমপক্ষে দুটি করে পেপে গাছ রোপন করলে সহজেই পুষ্টিকর খাদ্য পাওয়া সম্ভব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর