জকিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদে ব্রিটেন প্রবাসী ফয়ছল চৌধুরীর কম্পিউটার সামগ্রী প্রদান

জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জের বারহাল ইউনিয়নের মহিদপুর গ্রামের ব্রিটেন প্রবাসী শাহ মো. ফয়ছল চৌধুরী কল্যান ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফয়ছল চৌধুরীর পক্ষ থেকে জকিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডে কম্পিউটার প্রদান করা হয়েছে।

বুধবার বিকেলের দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে এক অনুষ্ঠানে ট্রাস্টের সচিব সাদিক আহমদ তাপাদার মুক্তিযোদ্ধা সংসদের কামান্ডার ও পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিনের হাতে এ সামগ্রী তুলে দেন । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কামান্ডার আব্দুল মুতালেব, সাবেক কামান্ডার আব্দুল জলিল, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক এখলাছুর রহমান, দৈনিক যুগান্তরের প্রতিনিধি আল হাছিব তাপাদার, বারহাল ছাত্র পরিষদের সভাপতি ছদিওল হোসাইন, শাহ মো. ফয়ছল চৌধুরী কল্যান ট্রাস্টের নির্বাহী সদস্য এম এ রউফ সাহেদ প্রমুখ।

প্রসঙ্গত, ব্রিটেন প্রবাসী ফয়ছল আহমদ চৌধুরী বারহাল ইউনিয়নের মুহিদপুর গ্রামের মরহুম মাওলানা আব্দুল মুসব্বিরের ছেলে। ইতিপূর্বে তিনি মহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০টি চেয়ার, একজন প্যারা শিক্ষকের ৬ মাসের বেতন, বালিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪টি সিলিং ফ্যান, জকিগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ আহমদের কাছে ৫০টি কম্বল, শাহবাগ আল মাদানী ইসলামী পাঠাগার, মহিদপুর পুরাতন জামে মসজিদ, বারহাল ছাত্র পরিষদ, জামেয়া ইসলামিয়া আরজানিয়া শরীফাবাদ মাদরাসা, বালিটেকা জামে মসজিদ, নূরনগর জামে মসজিদ, মহিদপুর রাস্তা পুনঃ সংস্কার, ঘাটের বাজার সংলগ্ন মাজারে, শাহবাগ জামেয়া দাখিল মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে নগদ অর্থ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর