শাবি’র ভর্তি পরীক্ষায় জকিগঞ্জের নাসিম লস্করের কৃতিত্ব

নিজস্ব প্রতিবেদক::

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে সোমবার রাত আটটায়৷ এতে ‘এ’ ইউনিটে ৩১০টি আসনের বিপরীতে লড়েছে প্রায় দশ হাজার ছাত্রছাত্রী৷

এদের মধ্যে জকিগঞ্জ উপজেলার ইছামতি ডিগ্রি কলেজের প্রাক্তন ছাত্র নাসিম আহমদ লস্কর ৩য় স্থান অধিকার করেছে৷ তাঁর বড় বোন লস্কর হাসিনা পারভীন শাবিপ্রবি থেকে ইংলিশ বিষয়ে সাফল্যের সহিত উত্তীর্ণ হয়েছেন৷তার বোনের স্বামী মুনশি আলিম বর্তমানে শাবিপ্রবিতে এমফিল-এ অধ্যয়নরত এবং সেই সাথে ইছামতি ডিগ্রি কলেজের বাংলা বিষয়ের প্রভাষক পদে নিয়োজিত রয়েছেন৷তার বড় ভাই আবুল কাশেম লস্করও শাবিপ্রবিতে স্নাতক (সম্মান) ৩য় বর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত এবং ছোট বোন রাশেদা পারভীন লস্কর শাবিপ্রবিতে ইংরেজি বিভাগ স্নাতক (সম্মান) ২য় বর্ষে অধ্যয়নরত৷ তাঁর সাথে কথা বলে জানা গেছে ,লেখাপড়ার পেছনে তাঁর মা-বাবা এবং বড় ভাইয়ের অবদান বেশী৷সে সকলের কাছে দোআ প্রার্থী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর