জকিগঞ্জ টুডে ডেস্ক:: সিলেট-জকিগঞ্জ সড়ক যাত্রীবাহী বাস উল্টে স্কুল ছাত্রীসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
সোমবার বিকেলে জকিগঞ্জ থেকে সিলেটগামী বাস (সিলেট-জ ১১-০৫৯০) সড়কের বাজারের কটালপুর নামকস্থানে খাদে পড়ে উল্টে যায়।
এতে কাজলসার ইউনিয়নের নিলাম্বরপুর গ্রামের ছমির আলীর মেয়ে নিলাম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেনির ছাত্রী তাসমিয়া বেগম (৬) ও কানাইঘাট উপজেলার কাড়াবাল্লা গ্রামের মুহিবুর রহমান (৫০) মৃত্যু বরন করেন।
জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল আহাদ জানান, দূর্ঘটনায় আহতদের মধ্যে মারাত্মক জখম হয়েছেন, জকিগঞ্জের শাহগলী এলাকার এরশাদ আলীর মেয়ে ফাতেমা বেগম (৫০), মৃত রবীন্দ্র মোহন দাসের ছেলে রাধা বিনোদ (৫৭), কামাল উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন (৪৫), এওলাসার গ্রামের সুধারাম রায়ের ছেলে নির্মল রায় (২২), নিজগ্রামের আব্দুন নুরের ছেলে কয়ছর আহমদ (৩২), কাপনা গ্রামের আব্দুল বাছিতের স্ত্রী জ্যাসমিন বেগম (২৯)।
তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত ১৫ জনকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Leave a Reply