জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জে সপ্তাহব্যাপী অমর একুশে বই মেলা শুরু হয়েছে। মঙ্গলবার জকিগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে চেতনায় আয়োজিত বই মেলা উদ্বোধন করেন জকিগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ।
জকিগঞ্জ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে ও কবি আব্দুল ফাত্তাহর উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ, ওসি হাবিবুর রহমান হাওলাদার, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোস্তাকিম হায়দর, পৌর আওয়ামীলীগ সভাপতি সামছ উদ্দিন, সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন সোহেল, আব্দুল মালিক, সিহাব উদ্দিন, কবি মিছবা আজাদ প্রমূখ। সপ্তাহব্যাপী এ বই মেলা ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
Leave a Reply