জকিগঞ্জে শিক্ষক সমিতির উদ্যোগে ড. হাফিজ মজুমদার এমপি সংবর্ধিত

জকিগঞ্জ টুডে ডেস্ক:: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও হাফিজ মজুমদার শিক্ষা ট্রাষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব ড. হাফিজ আহমদ মজুমদার সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের এমপি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে জকিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি।

শনিবার দুপুরে গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সমিতির সভাপতি মোঃ কুতুব উদ্দীনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মহিউদ্দীন হায়দরের উপস্থাপনায় শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন শিক্ষক উবায়দুল্লাহ মিয়া ভূঁইয়া ও গীতা পাঠ করেন শেরুলভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র পাল।

গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজির উদ্দিনের স্বাগত বক্তব্যে সূচীত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া, প্রধান বক্তার বক্তব্য রাখেন কবি কালাম আজাদ।

বিশেষ আতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ এমসি একাডেমীর অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও হাফিজ মজুমদার শিক্ষা ট্রাষ্টের সচিব আলহাজ্ব লোকমান উদ্দীন চৌধুরী, জকিগঞ্জ পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দীন, হাফসা মজুমদার মহিলা ডিগ্রী কলেজের প্রিন্সিপাল নিয়াজুর রহমান, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার, সুলতানপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিক, বারঠাকুরী ইউনিয়ন চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, খলাছড়া ইউনিয়ন চেয়ারম্যান কবির আহমদ, বারহাল ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, মানিকপুর ইউনিয়ন চেয়ারম্যান মাহতাব হুসেন চৌধুরী, প্রিন্সিপাল মোজাম্মেল আলী, সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আব্দুল মালেক রাজু ও জকিগঞ্জ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুস শহীদ তাপাদার প্রমূখ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বীর আহমদ। এছাড়া অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করে সুমা ও তার দল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক এম.এ.জি.বাবর, সাবেক চেয়ারম্যান আবু জাফর মোঃ রায়হান, উপজেলা আওয়ামীলীগ নেতা ডাক্তার আব্দুল কাদির, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, শুভ্র কান্তি দাস চন্দন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাজেদা রওশন শ্যামলী, সাংবাদিক আহমদুল হক চৌধুরী বেলাল, প্রমূখ।

অনুষ্টানে কবি আল মাহমুদের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর