জকিগঞ্জ টুডে ডেস্ক:: কসকনকপুর ইউনিয়নের মুন্সিবাজার আঞ্চলিক শাখা তালামীযেরএকদিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
শনিবার মুন্সিবাজার আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক হাছিব তাপাদারের সঞ্চালনায় ও হাফিজ আবু সুফিয়ানের কোরআন তিলাওয়াত, কন্ঠশিল্পী আহমেদুল হকের নাতে রাসূল সাঃ পরিবেশন এবং মো. কামরান আহমদের তারানায়ে তালামীয পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
কর্মশালায় প্রশিক্ষণ দেন ইছামতী দারুল কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, মুনশীপাড়া দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা নেজাম উদ্দিন, কসকনকপুর ইউনিয়ন আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা ছালিক আহমদ।
এতে প্রধান অতিথি ছিলেন জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আবু সুফিয়ান। প্রধান মেহমান ছিলেন সিলেট মহানগর আল ইসলাহর সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সবুর।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কসকনকপুর ইউনিয়ন আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক আবু সাইদ মোহাম্মদ আশিক, সবুজকুঁড়ি শিল্পী গোষ্টি সিলেটের সদস্য কন্ঠশিল্পী আহমেদুল হক, ইছামতী ডিগ্রি কলেজ শাখা তালামীযের সভাপতি মিনহাজ আহমদসহ উপজেলা ও অনান্য শাখার বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply