জকিগঞ্জ নিউজের মেধা যাচাই প্রতিযোগিতা

জকিগঞ্জ টুডে ডেস্ক:: ‘প্রশ্ন করো-উত্তর জানো, বানান বীর ও শব্দ সৈনিক’ শিরোনামে ব্যতিক্রমী মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে জকিগঞ্জের হাফছা মজুমদার মহিলা ডিগি কলেজে।

জকিগঞ্জের অনলাইন পত্রিকা ‘জকিগঞ্জ নিউজ টুয়েন্টিফোর ডটকম’এর চতুর্থ বর্ষপূর্তি উৎসবকে সামনে রেখে সোমবার দুপুরে কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কলেজ অধ্যক্ষ মো. নিয়াজুর রহমানের সভাপতিত্বে পত্রিকার সম্পাদক সহকারী অধ্যাপক আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় কলেজের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

জকিগঞ্জ, সিলেট, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা শুধু প্রশ্নের উত্তরই দেয়নি দারুন অনেক প্রশ্ন করে আটকে দেয় শিক্ষকদেরও ! শিক্ষকদের প্রশ্ন করার সুযোগ পেয়ে শিক্ষার্থীরা যেমনি আনন্দ পায় তেমনি জানান দেয় তাদের মেধা ও মননকে। কবি হাসান স্বজনের সৌজন্যে তাৎক্ষনিক শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিলেও সেরা ৬ জন শিক্ষার্থী নির্বাচন করা হয় চূড়ান্ত প্রতিযোগিতার জন্য। তারা জকিগঞ্জ নিউজের বর্ষপূর্তির অনুষ্ঠানে অন্যান্য কলেজের শিক্ষার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেবে। সেরা ছয় মেধাবী শিক্ষার্থী হলো-সানিয়া জান্নাত, আসমা আক্তার মান্না, তানজিনা আক্তার, তাহমিনা কানিজ তুলি, ইমরানা আক্তার, হাফছা আক্তার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক রাবেয়া খানম, সহকারী অধ্যাপক সিপ্রা রায়, সহকারী অধ্যাপক হরিপদ দত্ত, সহকারী অধ্যাপক সিক্তা রাণী রায়, প্রভাষক পাপড়ি বোস, প্রভাষক খালেদ মহিউদ্দিন আজাদ, প্রভাষক মনসুর আহমেদ, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক আতাহার আলী, প্রভাষক মনোয়ার হোসেন, প্রভাষক বদরুল আলম, জকিগঞ্জ নিউজ পাঠক ফোরামের সহ সভাপতি মুসলেহ উদ্দিন সুহেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর