নিজস্ব প্রতিবেদক::
নির্বাচন কমিশন সারা দেশে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় অদূর ভবিষ্যতে জকিগঞ্জেও এ কার্ড বিতরণ করা হবে। স্মার্ট জাতীয় পরিচয়পত্র মুদ্রণের পূর্বে বিদ্যমান জাতীয়পত্র ও তথ্য উপাত্তে ভুল ত্রুটি থাকলে তা সংশোধনের জন্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে আবেদন করা যাবে। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন অফিসার নিজাম উদ্দিন আহম্মেদ জানান, নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত আবেদন ফরমে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে ভ্যাটসহ ফি প্রদান করে ভুল সংশোধনের আবেদন করা যাবে। স্মার্ট জাতীয় পরিচয়পত্র মুদ্রণের পূর্বে জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি সংশোধনের এটাই সর্বশেষ সুযোগ বলেও তিনি জানান।
Leave a Reply