জকিগঞ্জ টুডে ডেস্ক:: স্বাধীনতা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজুকে বাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দেয়ার দাবীতে স্বাধীনতা শিক্ষক পরিষদ সিলেটের নেতৃবৃন্দ জকিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ করেছেন।
সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা বলেন, বেসরকারি শিক্ষকদের ৫% ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা প্রদানে অধ্যক্ষ শাহজাহান আলম সাজু অগ্রণী ভূমিকা রেখেছেন। শিক্ষকদের সকল দাবী আদায় করতে সংসদে শিক্ষক প্রতিনিধি হিসেবে অধ্যক্ষ শাহজাহান আলম সাজুকে প্রয়োজন। তিনি সংসদে গেলে শিক্ষকদের জাতীয়করণের দাবীসহ সকল বিষয়ে জোরালো ভূমিকা রাখবেন। শিক্ষকদের কল্যাণে কাজ করার লক্ষে বাহ্মণবাড়িয়া- ২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে অধ্যক্ষ শাহজাহান আলম সাজুকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দিতে শিক্ষক নেতারা দাবী জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাধীনতা শিক্ষক পরিষদ মহানগরের সভাপতি জনাব খালেদ মহি উদ্দীন আজাদ, সিলেট মহানগর এর সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, সিলেট মহানগরের প্রচার সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ, প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক মনোয়ার হোসেন, আতাহার আলী, নজরুল ইসলাম, মইনুল ইসলাম, কামরুজ্জামান চৌধুরী, কামরুল আলম চৌধুরী, জসিম উদ্দিন, শাহজাহান কবির আকন্দ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, নির্বাহী সদস্য আল মামুন, শিক্ষক শাহজাহান আহমদ, মোশারফ হোসেন, সিরাজুল ইসলাম, আতিকুল হক, নামওয়ারুল ইসলাম প্রমূখ।
Leave a Reply