কাজলসার ইউনিয়নে কমিউনিটি পুলিশিং কমিটির সভা

জকিগঞ্জ টুডে ডেস্ক:: সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায় বলেছেন, কমিউনিটি পুলিশিং পুলিশ ও জনতার মধ্যে সেতুবন্ধন তৈরি করছে। পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা সৃষ্টি করাই কমিউনিটি পুলিশিং এর লক্ষ্য। অতীতে জনগণ পুলিশের ওপর আস্থা হারালেও এখন পুলিশই জনতা, জনতাই পুলিশ। পুলিশ সেই পর্যায়ে চলে গেছে।

রোববার (১৮ই নভেম্বর) সন্ধ্যায় জকিগঞ্জের কাজলসার ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে স্থানীয় চৌধুরী বাজারে এলাকার আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নে আয়োজিত কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলকারনাইন লস্করের সভাপতিতে ও জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান হাওলাদার। তিনি তাঁর বক্তব্যে বলেন, অপরাধী যেই হউক তাহারা কারোনা কারো ভাই, ছেলে, কিংবা আতœীয় স্বজন, পরিবারের সকল অভিভাবকগন একটু সচেতন হয়ে তাহাদের দায়িত্ব নিলে অপরাধ কমে আসবে। এতে নিজ পরিবার সহ সমাজের ও দেশের সকলেই উপকৃত হবেন। সকল অপরাধ নির্মূলে কমিউনিটি পুলিশ, সাধারন জনগন ও থানা পুলিশ সব সময় একত্রে কাজ করে দেশকে অপরাধ মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জামেয়া মোহাম্মদিয়া হাড়িকান্দীর শিক্ষার্থী আবুল কালামের পবিত্র ক্বোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচীত সভায় বক্তব্য রাখেন জকিগঞ্জ থানার কমিউনিটি পুলিশিং এর দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই সৈয়দ ইমরোজ তারেক, কাজলসার ইউপি সদস্য ফারুক আহমদ, উস্তার হোসেন চৌধুরী, ইউপি সদস্য ফারুক আহমদ, সংরক্ষিত মহিলা সদস্য রুশনা বেগম রফা, সাবেক ইউপি সদস্য ও চৌধুরী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ ও সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম।
এলাকার আইন শৃংখলা বিষয়ে কথা বলেন কামালপুর (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মানবাধিকারকর্মী এনাম উদ্দিন আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম জুয়েল, উপজেলা জাতীয় পার্টি নেতা আতিকুর রহমান, উপজেলা কৃষকলীগ নেতা ডা. হোসেন রাজা, আব্দুর রাজ্জাক স্মৃতি বিদ্যানিকেতন পরিচালনা কমিটির সদস্য হাফিজ আব্দুস শহীদ, কাজলসার ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কাজী আব্দুল মুনিম।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া মোহাম্মদিয়া হাড়িকান্দীর নির্বাহী মুহতামীম মাওলানা হাফিজ সিদ্দীকুর রহমান, কাজলসার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম হীরা, কাজলসার ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি হাজী আব্দুল ওয়াহিদ, উপজেলা শ্রমিকলীগের সহ সাধারণ সম্পাদক কাওছার আহমদ কয়েছ, যুবলীগ নেতা কাওছার আহমদ কয়ছর, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট মুরব্বী হাজী নজমুল হক টেকই মিয়া ও চৌধুরী বাজার জামে মসজিদের ইমাম মাওলানা ওয়ারিছ উদ্দিন প্রমূখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর