ব্যবসায়ীদের সচেতনতা, জকিগঞ্জ তামাকের বিজ্ঞাপন মুক্ত

জকিগঞ্জ টুডে ডেস্ক:: তামাক ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ আইন লঙ্গন করে জকিগঞ্জ পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন হাট বাজার তামাক দ্রব্যের বিভিন্ন আঙ্গিকে প্রচার প্রচারণা ছিলো চোখে পড়ার মত। এতে স্কুল, কলেজ, মাদ্রাসা পড়–য়া শিক্ষার্থীসহ যুবসমাজ তামাক সেবন ও গ্রহণে সহজেই জড়িয়ে পড়ার আশংকা ছিলো।

সম্প্রতি সময়ে সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এর উদ্যোগে ও উপজেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্সের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকতা বিজন কুমার সিংহের সহযোগিতায় তামাকের এসব বিজ্ঞাপন অপসারণ করতে ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দিয়ে পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন ন্থানে মাইকিং করা হয়। এরপরই তামাক বিক্রেতারা নিজ উদ্যোগে তামাকের সব ধরনের বিজ্ঞাপন অপসারণ করে ফেলেছেন। বিশেষ করে জকিগঞ্জ পৌর এলাকায় তামাক দ্রব্যের বিজ্ঞাপন নেই বললে চলে।

সিলেট ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক আব্দুল হামিদ জানান, বাসা বাড়ি ও দোকানপাটে যে হারে তামাকের বিজ্ঞাপন আটকানো ছিল তাতে সহজেই যুব সমাজ তামাকদ্রব্য সেবন ও গ্রহণে আকৃষ্ট আশংকা ছিলো। এ বিজ্ঞাপনগুলো বন্ধ করতে তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর