জকিগঞ্জে মাদক নিয়ন্ত্রনে সর্বোচ্চ গুরুত্ব দেবে সিলেটের জেলা প্রশাসন

জকিগঞ্জ টুডে ডেস্ক:: সিলেটের নবাগত জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, কক্সবাজার সীমান্তে মাদক পাচার রোধে কড়াকড়ির কারণে জকিগঞ্জ সীমান্ত দিয়ে মাদক আসছে এমন খবর শুনার পরে সিলেটের প্রশাসন জকিগঞ্জের মাদক নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক রয়েছে। সোমবার বিকেলে জকিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তে মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য দেন।

উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, জকিগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর এম সব্বির আহমদ, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, পৌর মেয়র হাজি খলিল উদ্দিন, উপজেলা আওয়ামীল সাধারণ সম্পাদক মোস্তাকিম হায়দর, প্রেসক্লাব সাধারন সম্পাদক শ্রীকান্ত পাল, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মহি উদ্দিন হায়দর, পৌর আওয়ামীলীগ সভাপতি হাজি সামছ উদ্দিন, সাধারন সম্পাদক মুসলেহ উদ্দিন সোহেল, গোলাম মোস্তফা মাসুক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস শহীদ তাপাদার, সাধারণ সম্পাদক আবুল হোসেন, ডা. খালেদ আহমদ, সাংবাদিক আল মামুন, রহমত আলী হেলালী, জাকির আহমদ মুকুল প্রমূখ।

মতবিনিময় সভায় তিনি জকিগঞ্জের নদী ভাঙ্গন, প্রশাসনের শূন্য পদ পুরণ, ভূমি অফিসের দুর্নীতি প্রতিরোধ, রাস্তাঘাট উন্নয়নসহ স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর