অ্যাডভোকেট মোশতাকের উদ্যোগ জকিগঞ্জ-কানাইঘাটে ডিজিটাল ক্যাম্পেইন সম্পন্ন

জকিগঞ্জ টুডে ডেস্ক:: আওয়ামী লীগ সরকারের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে জকিগঞ্জ-কানাইঘাট নির্বাচনী এলাকায় ডিজিটাল ক্যাম্পেইন সম্পন্ন করা হয়েছে। সিলেট-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোশতাক আহমেদের উদ্যোগে এ ক্যাম্পেইন করা হয়েছে।
গত ৭ অক্টোবর থেকে এ ক্যাম্পেইন শুরু হয়ে বৃহস্পতিবার রাতে জকিগঞ্জ শহরে সম্পন্ন করা হয়। ক্যাম্পেইনে জকিগঞ্জের ঘাটের বাজার, শাহগলী বাজার, লক্ষীবাজার, টুকেরবাজার, ঈদগাহ বাজার, মুলিকান্দি, রতনগঞ্জ বাজার, আটগ্রাম বাসস্ট্যান্ড, আটগ্রাম বাজার, কালিগঞ্জ বাজার, শরিফগঞ্জ বাজার, থানা বাজার, সোনাসার বাজার ও জকিগঞ্জ বাজারে  চালানো হয়।অপরদিকে কানাইঘাট উপজেলার সড়কের বাজার, চতুল বাজার, সুরইঘাট বাজার, রাজাগঞ্জ বাজার, ঈদগাহ বাজার এবং কানাইঘাট বাজারে পরিচালনা করা হয়।ক্যাম্পেইন চলাকালে সরকারের ১০ বছরের উন্নয়ন ও সাফল্যের চিত্র প্রজেক্টরের মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে মহান মুক্তিযোদ্ধের চেতনায় ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধী মুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়তে জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়।

জকিগঞ্জের বিভিন্ন ক্যাম্পেইনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তকিম হায়দর, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা  আলহাজ্ব খলিল উদ্দিন, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, বিরশ্রী ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুস সত্তার, কাজলশাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল হক খছরু, মানিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু জাফর রায়হান, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক এমএজি বাবর, খলাছড়া ইউপির চেয়ারম্যান ও ইউপি আওয়ামীলীগের সভাপতি কবির আহমদ, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি হাজী সামছ উদ্দিন, সাবেক মেয়র বাবুল হোসাইন, সহ সভাপতি ময়নুল হক রাজু, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সুহেল, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক মখলিসুর রহমান, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম, নজমুল ইসলাম, হাবিবুর রহমান, ফারুক আহমদ, কাউন্সিলর আসদ্দর আলী, সাধারণ সম্পাদক মোস্তকিম আলী, ইউপি আওয়ামীলীগের সভাপতি মুহিবুর রহমান, মঞ্জুরুল হামিদ চৌধুরী, অমিত সরকার, উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল আহাদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক বেলাল আহমদ, উপজেলা যুবলীগের সদস্য কাউন্সিলর মাসুদ আহমদ, শামিম আহমদ, পৌরসভা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর শাহাব উদ্দিন তাপাদার শাকিল, পৌরসভা কৃষকলীগের সভাপতি কাওসার আহমদ ফারুকী মিন্টু, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহাদৎ হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা সালমান আহমদ, আতিক আহমদ, বুলবুল, যুবলীগ নেতা কামরুল ইসলাম, খালেদ আহমদ, মুন্না, হুশাই, রাসেল আহমদ, ফয়সল আহমদ, জুনেদ আহমদ, মামুন আহমদ, ছাত্রলীগ নেতা এস এম বাবর, আশরাফুল আম্বিয়া, সালমান, বুলবুল, আতিক, মামুন, দুলাল, রুহুল, পৌরসভা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জোবের আহমদ শুভ, কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক গুলজার আহমদ, পৌরসভা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি বিরাশ চন্দ্র বিভু, সাধারণ সম্পাদক পারভেজ আহমদ, কলেজ শাখার সভাপতি সালমান আহমদ, রুমেল আহমদ, মিজান আহমদ, আবুল আহমদ, কাওসার আহমদ প্রমূখ।

কানাইঘাট উপজেলার বিভিন্ন বাজারের ক্যাম্পেইনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও পৌরসভার সাবেক মেয়র লুৎফুর রহমান, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও সাতবাক ইউপির চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ সিরাজুল ইসলাম, দক্ষিণ বানীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমেদ, বড়চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুবশ্বির আলী চাচাই, লক্ষিপ্রসাদ ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ, আওয়ামীলীগ নেতা নজির উদ্দিন প্রধান, যুবলীগ নেতা শামিম আহমেদ, নাজমুল ইসলাম প্রমুখ।

অ্যাডভোকেট মোশতাক আহমেদ বলেন, নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধী শক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারের চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। বিগত ১০ বছরে জকিগঞ্জ-কানাইঘাটে আওয়ামী লীগের উন্নয়ন এবং সাফল্য সাধারণ মানুষের মধ্যে তুলে ধরে সরকারের পক্ষে জনমত সৃষ্টির জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর