জকিগঞ্জের মাদক ব্যবসায়ী আব্দুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী

জকিগঞ্জ টুডে ডেস্ক:: এলাকাকে মাদক মুক্ত করতে জকিগঞ্জ সদর ইউনিয়নের সেনাপতির চক গ্রামের আব্দুশ শুক্কুরের ছেলে আব্দুর রহমান (৪৫) বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন এলাকাবাসী। এ নিয়ে গণস্বাক্ষর সম্বলিত একটি অভিযোগ বিভিন্ন দপ্তরে দেয়ার উদ্যোগ নিয়েছেন এলাকার লোকজন ও স্কুল কলেজের শিক্ষার্থীদের অভিভাবকরা।

সেনাপতি গ্রামের কয়েস আহমদ জানান, সেনাপতির চক গ্রামের মৃত আব্দুশ শুক্কুরের ছেলে আব্দুর রহমান ও তার ভাই বদরুল ইসলাম বদইর নেতৃত্বে বাবুর বাজার এলাকায় গড়ে উঠেছে মাদকের আস্তানা। এতে এলাকার উঠতি বয়সী ছেলেরা ও স্কুল কলেজের ছাত্ররা নেশায় জড়িয়ে পড়ছে। এলাকায় অপরাধ প্রবণতা বাড়ার আশংকা রয়েছে।

সম্প্রতি সময়ে বদরুল ইসলাম বদই জকিগঞ্জ থানার একটি মাদক মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাভোগ করছে কিন্তু তার ভাই আব্দুর রহমান একাধিক মাদক মামলার আসামী হয়েও বেপরোয়াভাবে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মাদক ও ইয়াবা ট্যাবলেট সিলেটসহ বিভিন্ন জেলায় পাচার করে যাচ্ছে। এই আব্দুর রহমানের বিরুদ্ধে জকিগঞ্জসহ সিলেটের বিভিন্ন থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। এরপরও সে দাপটের সাথে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে যাচ্ছে। এলাকাবাসী র্শীষ মাদক ব্যবসায়ী আব্দুর রহমানের বিরুদ্ধে তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর