জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জের কালিগঞ্জ আঞ্চলিক জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার কালিগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির নেতা এম এ মতিন চৌধুরীর সভাপতিত্বে ও জাপা নেতা আলী হোসেন এবং সিলেট জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সাবেক যুগ্ম আহবায়ক আব্দুশ শহীদের যৌথ পরিচালনায় কর্মী সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ ক্বারী শরীফ উদ্দিন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাব্বীর আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সরকারি কলেজের অধ্যাপক ইমদাদুর রহমান চৌধুরী, সিলেট মহানগর জাতীয়পার্টি নেতা ইউসুফ সেলু, জকিগঞ্জ উপজেলা জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল জালাল, উপজেলা জাতীয়পার্টি নেতা ময়নুল হক, বৃহত্তর কালিগঞ্জ আঞ্চলিক শাখা জাতীয়পার্টির সভাপতি আব্দুল মালিক, বারঠাকুরী ইউনিয়ন জাতীয়পার্টির মুছলেহ উদ্দিন মছলু, রইছ আলী, কসকনকপুর ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি কে এম বদরুল হাসান, জকিগঞ্জ ইউনিয়নজাতীয় পার্টির সাবেক সভাপতি সাহাব উদ্দিন, পৌরসভা জাতীয়পার্টির যুগ্ম আহবায়ক আজমল হুসেন, জকিগঞ্জ উপজেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক শাহরিয়ার ইমন জসিম, মিনহাজ আহমদ, জকিগঞ্জ উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আজমল, আফজল হুসেন চৌধুরী, ছালেক আহমদ, আব্দুল আজিজ মেম্বার, এনাম আহমদ, মুহি উদ্দীন ও মোস্তফা আহমদ প্রমুখ।
কর্মীসভায় বক্তারা বলেন, এক সময়ের শক্তিশালী জাতীয় পার্টি আজ বিভিন্ন গ্রুপ উপ-গ্রুপে বিভক্ত হয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে। পার্টির স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের ত্যাগী কাউকে প্রার্থী দিতে বক্তারা জাপার কেন্দ্রীয় নেতাদের প্রতি আহবান জানান।
Leave a Reply