জকিগঞ্জে সাড়ে ৩ কোটি টাকায় মাদ্র্রাসা ভবনের স্থান নির্ধারণে সভা

জকিগঞ্জ টুডে ডেস্ক:: জাতীয় সংসদে অনুমোদিত হওয়া জকিগঞ্জের গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসায় সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে ভবন নির্মাণের লক্ষে স্থান নির্ধারণ করতে এলাকার বিশিষ্ট লোকজনদেরকে নিয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে গর্ভাণিং বডির সভাপতি সমাজসেবী জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুল মালিক কালন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান, আজিজুর রহমান, প্রবীণ মুরব্বি হাজী আতাউর রহমান, মাওলানা আতিকুর রহমান, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা লোকমান উদ্দিন, মুস্তকিম আলী, গোলাম মোস্তফা, সাবেক পুলিশ কর্মকর্তা ফারুক আহমদ তাপাদার, ফয়জুল হক তাপাদার, মনসুর আলম, সিরাজ উদ্দিন, ইউপি সদস্য শামিম আহমদ, রফিক আহমদ, খলিলুর রহমান, জাহেদ আহমদ, মঈন উদ্দিন, আব্দুল বারী, হাজী মঈন উদ্দিন ময়না, শিব্বির আহমদ, ফারুক আহমদ, মুকুল আহমদ, ডালিম আহমদ প্রমূখ। সভায় বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব সেলিম উদ্দিনকে মাদ্রাসার গর্ভাণিং বডি, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত হয়

সভায় বক্তারা জকিগঞ্জ-কানাইঘাটের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব সেলিম উদ্দিন এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, উপজেলার মধ্যে সবচেয়ে প্রাচনীনতম ধর্মীয় এ শিক্ষাপ্রতিষ্ঠান ১শ ১৩ বছর থেকে ছিলো অবহেলিত। প্রতিষ্ঠার পর থেকেই একচালা টিনের ঘরে চলছিলো পাঠদান। বৃষ্টির দিনে ক্লাসকক্ষে পানি পড়তো। বিষয়টি মাদ্রাসার গর্ভাণিং বডির সভাপতি জালাল উদ্দিন বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব সেলিম উদ্দিন এমপির নজরে আনার পরেই তিনি মাদ্রাসার উন্নয়নে বরাদ্ধ দিয়ে ব্যাপক অবদান রেখেছেন। সম্প্রতি সময়ে সেলিম উদ্দিন এমপির আন্তরিক প্রচেষ্ঠায় সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে এ মাদ্রাসায় একটি ভবন নির্মানের প্রকল্প জাতীয় সংসদে অনুমোদন হয়েছে। এ জন্য এলাকাবাসী সেলিম উদ্দিন এমপির কাছে চিরঋণী। গঙ্গাজল এলাকার লোকজন কখনো এমপি সেলিম উদ্দিনকে ভূলবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর