জকিগঞ্জ টুডে ডেস্ক :: সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের মাতা নুরজাহান বেগমের জানাযার নামাজ কাল বৃহস্পতিবার বাদ আছর সিলেট দরগাহ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। জানাযার নামাজে উপস্থিত হতে ও মরহুমার আত্মার মাগফিরাতে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
উল্লেখ্য, বার্ধক্য জনিত কারণে বুধবার রাত ৯টার দিকে নুরজাহান বেগমের নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
Leave a Reply