জকিগঞ্জ ক্রীড়া সংস্থার প্রতিবাদ

জকিগঞ্জ টুডে ডেস্ক:: বুধবার রাতে পাঠকপ্রিয় অনলাইন পোর্টাল জকিগঞ্জ টুডে ২৪ ডটকমে প্রকাশিত “জকিগঞ্জে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন।

প্রতিবাদ জানিয়ে তারা বলেন, সুন্দর মতই বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের প্রতিটি খেলা সম্পন্ন হয়েছে। তা নিয়ে কতিপয় লোকজন বিশৃংখলা সৃষ্টি করে এলাকার শান্তি শৃংখলা নষ্টের চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। কতিপয় খেলোয়াড়রা মিছিল করে পথসভায় যা অভিযোগ করেছে তা কাল্পনিক, মিথ্যা, বানোয়াট বলে ক্রীড়া সংস্থার দায়িত্বশীলরা দাবী করে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা ক্রীড়া সংস্থার দায়িত্বশীলরা প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর